খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ৭ এপ্রিল পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। প্রথমদিনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস।
আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে খেলতে ঠিক এক সপ্তাহ আগে ঢাকা ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শনিবার বিকেলে তিনি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। মোস্তাফিজ তার ফেসবুকের ভেরিফাইড পেজে মুম্বাই যাত্রা নিয়ে ছবিসহ একটি স্ট্যাটাসও দিয়েছেন।
লিখেছেন- ' ভারতের উদ্দেশে, এখন আইপিএলের সময়। মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা সইছে না। (Off to India as it's IPL time. Can't wait anymore to join with Mumbai Indians squad. #IPL2018)।
উল্লেখ্য, ২০১৬ সালে আইপিএল যাত্রা শুরু হয় মুস্তাফিজের। দুই আসর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এ পেসার এবার খেলবে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্সে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০