স্পোর্টস ডেস্ক: সারাবিশ্বের ন্যায় করোনাভাইরাস আতঙ্ক গ্রাস করেছে ভারতকেও। এখনও পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬২ জন। মৃতের ঘরে ভারতের কোনো নাম যুক্ত হয়নি এবং যেনো তা না হয়- তাই সবকিছুতেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে ভারতের সরকার।
যা থেকে বাদ নেই ক্রিকেটও। আজ (রোববার) থেকে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে করোনা থেকে বাঁচার জন্য সাতটি গাইডলাইন দেয়া হয়েছে দুই দলকে। শুধু তাই নয়, করোনা আতঙ্কে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়েও।
যেহেতু করোনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো জনসমাগম এড়িয়ে চলা, তাই আইপিএল স্থগিত করার মাধ্যমে স্টেডিয়ামে হাজার হাজার দর্শকদের উপস্থিতি আপাতত বন্ধ করে দেয়ার কথাই বলা হচ্ছে সচেতন মহল থেকে। এ বিষয়ে এরই মধ্যে রিট হয়ে গেছে হাইকোর্টে। সে রিটের ফলাফল কোন পক্ষে যাবে তা সময়ের ব্যাপার।
তবে তার আগেই সিদ্ধান্তে পৌঁছতে চাচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএলের ভাগ্য নির্ধারণের জন্য আগামী ১৪ মার্চ (শনিবার) জরুরি বৈঠকে বসবে আয়োজক কমিটি। যেখানে সকল দিক বিবেচনা করে নেয়া হবে আইপিএলের এবারের আসরের ব্যাপারে সিদ্ধান্ত।
যতদূর বোঝা যাচ্ছে, আগামী ২৯ তারিখ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও, সেটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্তই নেয়া হবে বৈঠকে। কেননা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৯ মার্চ আইপিএল শুরু হলেও, টুর্নামেন্টের প্রথমভাগে পাওয়া যাবে না বিদেশি খেলোয়াড়দের।
কারণ ভারতীয় সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সকল বিদেশি নাগরিকের ভিসা বাতিলের সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের আওতায় খেলাধুলার জন্য যে বিশেষায়িত ভিসা- সেটিও রয়েছে কি না তা পরিষ্কার করে বলা হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০