খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ক্রিকেটে ও সিনেমা জগৎ-এর সম্পর্কটা বেশ পুরনো৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ওচখ) সেই সম্পর্কে অন্য মাত্রা যোগ করেছে৷ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বলি-টলি তারকাদের পারফরম্যান্স থেকে শুরু করে নিজ টিমের সমর্থনে শাহরুখ , প্রীতি জিন্টাদের গ্যালারিতে উপস্থিত থাকা ক্রিকেটের সবচেয়ে গ্ল্যামারাস লিগটিকে আরও উজ্বল করেছে৷ আইপিএলের প্রচারে দেখা গেছে বি-টাউনের অনেক বড় নায়ক নায়িকাদের৷ এবার আইপিএলের প্রচারে দেখা গেল বাংলা সিনেমা জগৎ-এর অন্যতম বড় মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে৷
একটি মোবাইল কোম্পানি ও আইপিএলের সম্প্রসারক টিভি চ্যানেলের হয়ে বাংলা ধারাভাষ্যের সঙ্গে আইপিএল দেখার প্রচার করতে দেখা গেল টি-টাউনের বাদশাকে৷ টুইটারে সংশ্লিষ্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে পোষ্ট করা ৩০ সেকেন্ডের ভিডিওটিতে একদম ঘরোয়া ফতুয়া ও পাজামাতে দেখা যায় বুম্বাদা-কে৷ ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে আইপিএল দেখার প্রস্তুতি নিচ্ছেন৷ সোফায় টিভির রিমোট হাতে বসতে বসতে দর্শকদের বাংলায় আইপিএল দেখার মজা সম্পর্কে জানাচ্ছেন৷
৩৫ বছর ধরে অজস্র চরিত্রকে বাংলা ভাষায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা বুম্বা দা ভিডিওটিতে বাংলা ধারাভাষ্যের কিছু মজার উদাহরণ দিয়েছেন, যেমন যদি কোন ফিল্ডার ড্রাইভ দিয়ে দারুণ ক্যাচ নেয় কিংবা রান বাঁচায় তখন বলা হবে‘মাখন’৷ কোন বোলার বেশি মার খেলে ‘উত্তম মধ্যম’৷ ক্যাচ ধরতে না পারলে ‘ল্যাঠা মাছ’৷ এরকম সব মজার কমেন্টের সঙ্গে আইপিএল উপভোগ করার আমন্ত্রন জানালেন টালিগঞ্জের বাদশা৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০