খুলনায় অস্ত্র-গুলিসহ ১৫ মামলার আসামি মো. আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে র্যাব-৬ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জেলার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে মো. আশরাফুল আলম (৫৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনার লবণচরা থানাধীন পুটিমারি বাজারের শ্মশানঘাটের সামনে মাদক বেচাকেনা চলছে- এমন খবরে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একাটি বিদেশি পিস্তল, একাটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি সিমকার্ডসহ একটি মুঠোফোন ও দুই হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
আরও জানানো হয়, আশরাফুলের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরি, মারামারি, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০