খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শনিবার অস্ট্রিয়ার মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর তাতেই অঘটনের স্বীকার হতে হয় তাদের। অপ্রত্যাশিতভাবে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় জার্মানরা। জার্মানির এমন পরাজয়ে ক্ষেপেছেন দলটির কোচ জোয়াকিম লো।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে লো বলেন, ‘এই পরাজয়টা আমাকে বিরক্ত করেছে। আমরা মাঠে অনেক কিছু বাস্তবায়ন করতে পারিনি যা আমরা পরিকল্পনা করে রেখেছিলাম। আমরা প্রচুর বল হারিয়েছি যেখানে আমরা গোলের সুযোগ তৈরি করতে পারতাম। আজকে অনেক কিছুই খারাপ ছিলো। আমরা নিজেদেরকে বোকা বানাবো না। আমাদের সামনের দুই সপ্তাহে প্রচুর কাজ করা লাগবে।’
জার্মানি এই ম্যাচের আগে সর্বশেষ অস্ট্রিয়ার কাছে হারে ১৯৮৬ সালে এবং গত পাঁচ ম্যাচ যাবৎ জয়ের দেখা পায়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লো আরো বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই বলেছি আমি এখন হতাশ। আমি হারটা নিয়ে হতাশ নই, আমি হতাশ আমরা যেভাবে ম্যাচটা হেরেছি তাতে। এটা আমাদের নিজেদের দোষ ছিলো কারণ লীড নেয়ার পর আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করি কিন্তু বিরতির পরের ১৫-২০ মিনিটে আমরা ম্যাচেই ছিলাম না। আমরা প্রায়ই বল হারাচ্ছিলাম। আমরা আমাদের এমন খেলা দেখে অভ্যস্ত নই। আমরা অস্ট্রিয়ানদের ম্যাচে ফিরে আসতে সাহায্য করেছি।’
অন্যদিকে জার্মানির অধিনায়ক ও গোলরক্ষক সাদা জার্সি গায়ে মাঠে নেমেছেন দীর্ঘ দেড় বছর পর। তাঁর প্রত্যাবর্তন নিয়ে লো বলেন, ‘ম্যানুয়েলের ব্যাপারে বলতে গেলে হ্যাঁ, এটা খুবই সন্তোষজনক প্রত্যাবর্তন ছিলো। খেলার পর সে তার পায়ে সমস্যা অনুভব করেনি। এটাই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ম্যাচের মধ্যে সে অনেকবারই দারুণ প্রতিক্রিয়া দেখিয়েছে। সে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। আপনি তাকে কিছু বলতে পারেন না কারণ সে অনেকদিন যাবৎ মাঠে ছিলো না। আর সে কারণেই আমি ম্যানুয়েলকে নিয়ে সন্তুষ্ট।’
এই হার থেকে জার্মানি এখন কতটুকু শিক্ষা নিতে পারে সেটাই দেখার বিষয়। ১৭ই জুন সৌদি আরবের সাথে মুখোমুখি হবার মাধ্যমে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০