খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১১ দিন বাকী। তাই নিজেদের শেষ প্রস্তুতি পরখ করে নিতে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলছে অংশগ্রহণ কারী দলগুলো। শনিবার রাতে প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি হেরে গেলো বিশ্বকাপ থেকে বাদ পড়া অস্ট্রিয়ার কাছে। অস্ট্রিয়ার ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারে জোয়াকিম লো’র দল।
প্রথমার্ধে মেসুত ওজিলের গোল দিয়ে এগিয়ে যাওয়া জার্মানি দ্বিতয়ার্ধে ছন্দ হারায়। দ্বিতীয়ার্ধে গোলের দেখা তো পায়নি বরং হজম করতে হয় স্বাগতিকদের দুই গোল। অস্ট্রিয়ার হয়ে গোল দুটি করেন মার্টিন হিন্টাএগার ও আলেকসান্দ্রো শপস।
বৃষ্টির কারণে এক ঘণ্টা ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই জার্মানি ছিল বেশ এলোমেলো। তবে এরই মাঝে সুযোগ পেয়ে যান ওজিল। সুযোগ হাত ছাড়া না করে লক্ষ্যবেধ করেন আর্সেনাল মিডফিল্ডার।
দ্বিতয়ার্ধে ঘুরে দাড়ায় অস্ট্রিয়া। শুরুর ১৬ মিনেটের মাথায় পরপর দুই বার জার্মানির জালে বল পাঠিয়ে এক দারুণ জয় তুলে নেয় অস্ট্রিয়া। এই নিয়ে টানা সপ্তম ম্যাচ জয় পেল অস্ট্রিয়া। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বে ধারাবাহিক ভাবে পারফর্ম না করার কারণে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি দলটি।
রাশিয়া বিশ্বকাপে পর্বে ‘এফ’ গ্রুপে আছে জার্মানি। একই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০