খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা শুরু হয়েছে। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা শুরু হয়।
মেলায় এসএমই উদ্যোক্তা পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসুস্থ শরীর নিয়েই আসেন। মেলায় দেখা যায় প্রধানমন্ত্রীর গলা বসে গেছে। তিনি কথা বলতে পারছেন না। তারপরেও উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রীর এই আসা।
সেরা ক্ষুদ্র উদ্যোক্তা এবং সেরা মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা শাখায় মোট ১০ জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোশেসন হয়।
ফটোশেসনের পর বক্তব্য দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নাম বলা হয়। তিনি উঠে গিয়ে ডায়াসে ঠাঁই দাঁড়িয়েছিলেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক জানান, প্রধানমন্ত্রীর গলায় ব্যথা, তিনি কথা বলতে পারছেন না। উদ্যোক্তাদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন বলে জানানো হয়।
তারপরেও শেখ হাসিনা ভাঙা গলা নিয়ে কিছু কথা বলেন। তিনি বলেন, ‘গলার অবস্থা খারাপ, তাই বক্তব্য দিতে পারছি না।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০