ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। মাত্রই ফ্লোরিডায় থাকতে শুরু করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
তবে এখনও তাকে বরণ করে নেয়নি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
আগামী রোববার (১৬ জুলাই) তাকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। তবে সেখানে গিয়েই বিপদে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।
শনিবার (১৫ জুলাই) ভোরে ফ্লোরিডার রাস্তায় ট্রাফিক সংকেত বুঝতে পারেনি মেসির গাড়ি। যে কারণে সিগন্যালের বাতি জ্বলা অবস্থায় দাঁড়ানোর পরিবর্তে সংকেত অমান্য করে এগিয়ে যায় তার গাড়ি। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়িও আসছিল।
তবে এ সময়ে অন্য গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমিয়ে দেয়। এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচলেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছে এফসিবি আলবিসেলেস্তে। তবে গাড়ি কে চালাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছেই নিজের ঘর গোছানো শুরু করেছেন লিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে মেসির একটি ছবি।
সেখানে দেখা যাচ্ছে, মেসি একটি শপিংমলে বাজার শেষ করে দাঁড়িয়ে আছেন কাউন্টারের সিরিয়ালে। এর আগে সেই শপিংমলে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। এরও আগে বুধবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রে পৌঁছান মেসি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০