নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ লাইনের অর্ধেক না যেতেই ঈদের ফিরতি অগ্রিত টিকিট শেষ হয়ে যাওয়ায় টিকিট প্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী রেল স্টেশনে ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট প্রত্যাশীরা অগ্রিম টিকিটের জন্য ১৭ আগস্ট বিকেল থেকে লাইন ধরে অপেক্ষা করছিল। টিকিট শেষ হয়ে যাওয়ায় টিকিট প্রত্যাশীরা ২৮ আগস্টের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ আগস্ট থেকে ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের জন্য মানুষজন একদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কেউ কেউ আবার লাইনে বিছানা পেতে শুয়ে পড়েন। আবার কেউ কেউ চেয়ার নিয়ে লাইনে বসে থাকেন। উদ্দেশ্য একটাই অগ্রিম টিকিট নিশ্চিত করা।
আজ ১৮ আগস্ট শনিবার বিক্রিত টিকিটের ভ্রমণের নির্ধারিত তারিখ ২৭ আগস্ট। আর এ টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা শুক্রবার বিকেল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। তারপরও টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। টিকিট না পাওয়া ব্যক্তিরা অভিযোগ করে জানান, শনিবার বেলা ১১টার দিকে কাউন্টার থেকে হঠাৎ করে জানানো হয় টিকিট শেষ হয়ে গেছে। এসি ও নন এসি দুই ধরণের টিকিট শেষ হয়েছে। ফলে টিকিট না পেয়ে হতাশ হয়ে ঘুরে যান টিকিট প্রত্যাশীরা। আর ১৯ তারিখের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন টিকিট প্রত্যাশীরা। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ও সুপারিনটেনডেন্ট কারো সাথেই যোগাযোগ করেই পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০