বিনোদন,ডেস্ক: হার্দিক পান্ডিয়ার সঙ্গে যা হল তারপর থেকে রীতিমত বুঝে শুনে কথা বলছে করণ জোহাররে অথিতিরা৷ পরিচালক-প্রযোজকের কন্ট্রোভার্শিয়াল কাউচে যেই বসে তাকেই কোনও না কোনও সমস্যার সম্মুখীন হতেই হয়৷
হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল ‘কফি উইথ করণ’ যে ধরণের মন্তব্য মহিলাদের নিয়ে এবং নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বলেছেন তারপর তাঁদের বিরুদ্ধে যে কতটা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তার নমুনা সকলের সামনেই রয়েছে৷
এইসব দেখে খানিক ভয় পেয়ে গিয়েছেন জয়া বচ্চন৷ তাই জন্যই করণ জোহারকে সোজাসুজি বারণ করে দিয়েছেন কোনও কন্ট্রোভার্শিয়াল প্রশ্ন না করা হয়৷ অবশ্য এ বারণ অন্যান্য সেলেবদের প্রশ্ন করা থেকে নয় তাঁর ছেলে-মেয়েকে প্রশ্ন করা থেকে করেছেন জয়া৷
সম্প্রতি টেলিকাস্ট করা হয়েছে ‘কফ উইথ করণ’র অভিষেক বচ্চন এবং শ্বেতা নন্দার এপিসোডটি৷ যেখানে কোনওরকম আপত্তিকর প্রশ্ন করতে দেখা যায়নি করণকে৷ অভিষেক তাঁর বন্ধুস্থানিয়৷ তাঁকেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সেরম কোনও প্রশ্নই করেননি করণ৷
সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছিল চর্চা৷ অনেকেই ভেবেছিল করণই হয়তো ভয় পেয়েছেন৷ হার্দিক এবং রাহুলের সঙ্গে যা হল তারপর আর কোনো বিতর্কে যেতে চান না করণ৷ সেই কারণেই এই লাগাম৷
তবে বি-টাউনের অন্দরের খবর আদেও এমন কিছু হয়নি৷ বরং জয়া বচ্চনই করণকে ব্যক্তিগত ভাবে বলে দিয়েছিলেন শ্বেতা এবং অভিষেককে যেন এমন কোনও প্রশ্ন না করা হয় যার জন্য পরবর্তীকালে তাঁদের মিডিয়া এবং দর্শকরা অ্যাটাক করতে পারে৷
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০