খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
মধ্য আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধাবমান অভিবাসীপ্রত্যাশীদের ঠেকাতে সীমান্তে ৫ হাজার ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জেনারেল টারেন্স ও’শাফনেসি জানিয়েছেন, এসব সেনারা অভিবাসীপ্রত্যাশীদের বিরুদ্ধে ‘অপারেশন ফেথফুল প্যাট্রিয়ট’ পরিচালনা করবে। মূলত এ অভিযানে টেক্সাস, আ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় জোর দেওয়া হবে।
অভিবাসীপ্রত্যাশীরা এখনো যুক্তরাষ্ট্র থেকে এক হাজার মাইল দূরে অবস্থান করছে। জেনারেল ও’শাফনেসি জানান, এ সপ্তাহের শেষ দিকে ওই ৫ হাজার ২০০ সেনা মোতায়েন করা হবে। তাদের সঙ্গে থাকবে ভারী অস্ত্র, হেলিকপ্টার, বিমান, ব্যারিকেড ও কয়েক মাইল কাঁটা তার। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, অভিবাসীপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্র ‘আক্রমণ’ চালাতে যাচ্ছে। তাদেরকে সীমান্তে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে।
ইতোমধ্যে মেক্সিকো সীমান্তে ২১০০ ন্যাশনাল গার্ড সদস্যরা রয়েছেন। গত এপ্রিলে ট্রাম্পের অনুরোধে তাদেরকে সীমান্তে পাঠানো হয়েছিল অভিবাসীপ্রত্যাশীদের ঠেকাতে। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এর আগে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক উভয় পার্টিই একে অন্যের বিরুদ্ধে অভিবাসীপ্রত্যাশীদের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছে। ৬ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের লক্ষ্য হলো সংসদের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়া। তথ্য : বিবিসি
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০