খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর গত বছর বেশ কয়েকবার উঠে এসেছিল শিরোনামে৷
নকুল মেহতা থেকে শুরু করে সোমিয়া ট্যান্ডন, দলজিৎ কৌর ছাড়াও বহু তারকার নাম উঠে এসেছিল ব্যাংক প্রতারণা মামলায়৷
খবরটি খানিকটা থিতিয়ে আসতেই আবারও হ্যাক হল “সাথ নিভানা সাথিয়া”র অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের ব্যাংক অ্যাকাউন্ট৷
বুধবার সকালে তিনি হঠাৎই জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১৬,০০০ টাকা ট্রান্সফার করা হয়েছে৷ এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, “আজ সকালেই ফোনের ইনবক্স চেক করতে গিয়ে জানতে পারলাম আমার অ্যাকাউন্ট থেকে ১৬,০০০ টাকা ট্রান্সফারড হয়েছে৷ এদিকে আমি এত টাকার কোন শপিংও করিনি৷ তখনই বুঝতে পারি যে আমার অ্যাকউন্ট হ্যাকড হয়েছে৷ ব্যাঙ্কের মেসেজটিতে লেখা আছে টাকাটি স্যান ফ্র্যানসিসকোর কোথাও একটা ট্রান্সফার হয়েছে৷ আপাতত আমি নিজের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছি৷ তবে এটুকু জানিয়ে রাখি সবাই যেন আরও বেশি সাবধান হয়৷ পাসওয়ার্ডের ব্যাপারেও প্রোটেকটিভ থাকুন৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০