খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: দেশের অবিবাহিত মহিলাদের মধ্যে সুরক্ষিত যৌন জীবন যাপনের প্রবণতা বাড়ছে। ফলে বেড়েছে গর্ভনিরোধক ব্যবহারের চল।
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ২০১৫-১৬ সালের রিপোর্টে বলা হচ্ছে, গত দশ বছরে অবিবাহিত মহিলাদের মধ্যে কন্ডোম ব্যাবহারের প্রবণতা ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ। ২০-২৪ বছরের অবিবাহিত মহিলাদের মধ্যে কন্ডোম ব্যবহারের হার সবচেয়ে বেশি।
সমীক্ষায় বলা হয়েছে, দেশের ৯৯ শতাংশ বিবাহিত মহিলা অন্তত একটি আধুনিক গর্ভনিরোধকের কথা জানেন। তবে দেশের মাত্র ৫৪ শতাংশ বিবহিত মহিলা গর্ভনিরোধক ব্যবহারে উৎসাহী। বাকিরা প্রচলিত গর্ভনিরোধক ব্যবহারের পক্ষে। অবিবাহিত মেয়েদের মধ্যে বহুল প্রচলিত গর্ভনিরোধক ব্যবহারের প্রবণতা বেশি হলেও তাঁরা স্টেরিলাইজেশেনের দিকেও ঝুঁকছেন।
গর্ভনিরোধক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে মণিপুর, বিহার ও মেঘালয়। সবচেয়ে এগিয়ে পঞ্জাব। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লক্ষ্মাদ্বীপে গর্ভনিরোধক ব্যবহারের ব্যবহার সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি চণ্ডীগড়ে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০