খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'কল্পলোকের ও অবাস্তব' বাজেট বলে আখ্যা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি দাবি করেছেন, এ বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার বাজেটের পরিমাণ ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
এরশাদ বলেন, বাজেটে সার্বিক ঘাটতি এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। এ বিপুল পরিমাণ ঘাটতি কীভাবে পূরণ করা হবে তার কোনো উল্লেখ নেই।
এছাড়াও তিনি দেশে সুশাসনের অভাব রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, দেশে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। পৃথিবীর আর কোনো দেশে এ নজির নেই।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০