খবর২৪ঘন্টা ডেস্ক : গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য সেক্টরের পাশাপাশি জনপ্রশাসনেও ব্যাপক রদবদল করছে অন্তর্বর্তীকালীন সরকার।
এই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগে সচিব করা হয়েছে। তারা সবাই বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা। তারা দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব; মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব; ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এই নিয়োগ দেওয়া হয়।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন তিন দিনের মাথায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০