বাগমারা প্রতিনিধি: বাগমারার সর্বমহলে রহিম ম্যানেজার নামে পরিচিত (অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক ম্যানেজার) এম, এ, রহিম আর নেই। বুধবার বিকেল তিন ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি ইন্তেকাল করেন। তিনি শ্বাসকষ্ট সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল নয় ঘটিকার সময় ভবানীগঞ্জ পৌরসভায় মরহুমের পাহাড়পুর গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্র জানা গেছে, মরহুম এম,্এ রহিম ছিলেন বাগমারা এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তি। এছাড়া তিনি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র খোদা বক্সের বড় ভাই। মরহুম এম,এ রহিম শিক্ষকতা দিয়ে তার কর্ম জীবন শুরু করেন। বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনি ছিলেন ইংরেজীর শিক্ষক। পরে ভবানীগঞ্জে স্থাপিত প্রথম সোনালী ব্যাংকের তিনি ছিলেন ম্যানেজার। পরে পদোন্নতি পেয়ে তিনি সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। এ সময় থেকে তিনি রাজশাহীতে গুড়িপাড়ায় নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী সিরাজুম মনিরা একজন খ্যাতিমান ব্যক্তি। তিনি ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। পরে তিনি পদোন্নতি পেয়ে মাধ্যমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক হিসাবে দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। এ দিকে মরহুমের মৃত্যুতে বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যরদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ দিকে বাগমারা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের রুহের আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০