অবশেষে পরিবারের কাছে ফিরে গেল রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধা নারী। আজ বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধাকে তার ছেলে হানিফের হাতে তুলে দেয়া হয়। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা ওলাকল গ্রামের মৃত মাওলা বক্ত ফকিরের স্ত্রী। পুলিশ জানায়, গত ৮ মার্চ বেলা ১১টায় নগরীর মতিহার থানা পুলিশ নাম ঠিকানা বলতে না পারা এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। এরপর আরএমপির মিডিয়া সেল ১০ মার্চ রাজশাহী
মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ ও পোর্টালে বৃদ্ধা নারীর আত্মীয়-স্বজনের সন্ধান চেয়ে প্রাপ্তি সংবাদ প্রকাশ করে ও সাংবাদিকদের মেইলেও সেটি পাঠানো হয়। ওই পোস্টটি বৃদ্ধা মহিলার এক প্রতিবেশীর নজরে আসলে তিনি ওই নারীর ছেলে হানিফকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার সকালে হানিফ ভিকটিম সাপোর্ট সেন্টারে এসে তার মাকে নিয়ে যায়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০