লালপুর (নাটোর) প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার প্রার্থী নিশ্চিত হয়েছেন নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। শহিদুল ইসলাম বকুল জানান, শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তার হাতে নৌকার চুড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন।
এই আসনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে প্রথমে মনোনয়ন দেয় আওয়ামীলীগ। পরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্ণেল রমজান আলীকেও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।
এ নিয়ে এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করে। এর আগে বৃহস্পতিবার প্রার্থীতা নিশ্চত করার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় কাফনের কাপড় পড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে শহিদুল ইসলাম বকুলের সমর্থকরা।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০