খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখার অনুমতি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রাথমিকভাবে কোহলিদের সে আবেদনে সাড়া দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে, সেবার কোহলির আবেদন পুরোপুরি নাকচও করেনি বিসিসিআই। তারা বলেছিল আগের নিয়ম বহাল থাকবে বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে নেয়ার ব্যাপারে। তবে, ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে ভেবে দেখবে তারা। ভাবতে খুব বেশি সময় নেয়নি বিসিসিআই। নতুন সিদ্ধান্তটা তারা নিতে যাচ্ছে কোহলিদের পক্ষেই।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে বিসিসিআইয়ের কর্মকর্তারা জানিয়েছে এখন থেকে বিদেশ সফরের পুরোটা সময়েই নিজেদের স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন কোহলি-ধাওয়ানরা।
এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই। ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমেই এ খবরটি জানাবে বিসিসিআই এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। স্ত্রী-বান্ধবীদের বিদেশ সফরে সঙ্গে নেয়ার বর্তমান নিয়মে বলা আছে যে ৪৫ দিনের কোনো সফরে গেলে, সে সফরের ২ সপ্তাহ পর ১৪ দিনের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন তাদের স্ত্রী বা বান্ধবীরা। নতুন নিয়মে এটির সংশোধন করতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় দলের পরবর্তী সিরিজ থেকে বিদেশ সফর যতদিনেরই হোক না কেন, পুরোটা সময়েই ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন তাদের স্ত্রী বা বান্ধবীরা। তবে, এক্ষেত্রে স্ত্রী কিংবা বান্ধবীরা সফর শুরুর ১০ দিন পর যোগ দিতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। এরপর বাকি সফরের পুরোটাই প্রিয়জনের সঙ্গী হতে পারবেন তারা।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০