খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: অবশেষে ভেঙেই গেলো তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। স্ত্রী অপুকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স পেপার পাঠিয়েছেন শাকিব। গত ১ ডিসেম্বর এই চিঠি পাঠানো হয়েছে বলে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, দেশে থাকতেই শাকিব খান ডিভোর্স পেপার রেডি করেন। এবং ‘নোলক’ ছবির শুটিংয়ে যাওয়ার আগে সেটা ইস্যু করে যান। এরই মধ্যে ডিভোর্স পেপার অপু বিশ্বাসের হাতে পৌঁছে যাওয়ার কথা। তবে অপু চিঠি হাতে পেয়েছেন কিনা, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কারণ তার মোবাইল সুইচড অফ।
উল্লেখ্য, শাকিব-অপু ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালে। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম আব্রাম খান জয়।
এদিকে শাকিব বর্তমানে ভারতের হায়দাবাদে রয়েছেন। সেখানে তিনি রাশেদ রাহার পরিচালনায় ‘নোলক’ ছবির শুটিং করছেন। এতে তার নায়িকা ববি।
খবর ২৪ ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০