চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে অপহণের ৯দিন পর কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। জানাগেছে,চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক কলেজের ছাত্রী ফারজানা কে গত ৭ মার্চ বারঘরিয়া থেকে অপহরন করে নিয়ে যায় একই কলেজের ছাত্র ইমরান। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ হতে থানায় একটি মামলা করা হয়।
বিয়টি তদন্তে নামে এসআই জাহিদের নের্তৃত্বে একটি গোয়েন্দা টিম।এসআই জাহিদ জানান,অভিযোগ পেয়ে বেশ কয়েকদিন অভিযান চালিয়ে গোপনসংবাদের ভিত্তিতে বারঘোরিয়া হতে বৃহস্পতিবার রাতে গোদাগাড়ীর হরিনবিশকার গ্রামের আশরাফ এর ছেলে অপহরণকারী এম এল এস এস ইমরান (২৪) কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গোড়াগাড়ীর বাড়ী হতে রাত ১১টার দিকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। আটক ইমরান শুক্রবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০