নিজস্ব প্রতিবেদক :
অপহরণের ৪৬ দিন পর রাজশাহী মহানগরীতে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে অপহৃত হওয়া শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে আসামী এখনো পুলিশের হাতে ধরা পড়েনি। শুধু ভিকটিম উদ্ধার হওয়ায় ও আসামী ধরা না পড়ায় ওই শিক্ষার্থীর পরিবারের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গত সোমবার তাকে উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর রাজপাড়া থানার এসআই মাহবুবুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে আসামীর বিরুদ্ধে ধর্ষণের ধারাও লাগানো হবে। ডাক্তারি পরীক্ষা শেষে তাকে রাজশাহীর আদালতে নিয়ে যাওয়া হয়। শুনানি শেষে বিচারক তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ওই ছাত্রী কোর্টে এপিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে বলে কাগজপত্র দেখিয়েছে। কিন্ত মেয়েটির বয়স কম। আর তার বাবা রাজপাড়া থানায় আগেই অপহরণ মামলা করেছে। যেহেতু মেয়েটির বয়স কম ও পরিবারের পক্ষ থেকে মামলা রয়েছে। তাই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রাজশাহী একটি কেন্দ্রে এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নগরীর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় এলাকার এমদাদুলের ছেলে রাসেল তার বন্ধু সাব্বির, জুয়েল ও খুরশিদ।
স্কুলছাত্রীর বাবা মনজুর শেখ বলেন, আমার মেয়ে উদ্ধার হয়েছে কিন্ত আসামী ধরা পড়েনি। দ্রুত যাতে আসামী ধরা পড়ে সে জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০