খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিয়ে করেছেন বেশ কয়েক মাস হল। বিরুষ্কার বিয়ের হ্যাংওভার চলছেই। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই স্ত্রী অনুষ্কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। নিদাহাস ট্রফিতে নেই তিনি।
জাতীয় দলে না থেকেও আলোচনায় রয়েছেন কোহলি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবি শেয়ার করেছেন বিরাট। একটি ছবিতে দেখা যাচ্ছে একটি বহুতলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অনুষ্কার অন্য একটা শেয়ার করা ছবিতে আবার দেখা যাচ্ছে বিরাটকে পিছন থেকে আকড়ে ধরে চুম্বন করছেন ‘পরি’।
তবে এরপরেই বিরাটের একটি টুইটে জল্পনা তুঙ্গে। সেই ইঙ্গিতবাহী টুইটের মর্মার্থ উদ্ধার করার ভঙ্গিতে বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যমের দাবি, বিরাট শীঘ্রই ‘বাবা’ হচ্ছেন।
দু’দিন আগে করা সেই টুইটে বিরাট বলেছেন, ‘‘বেশ কিছু ঘটনা ঘটছে। খুব শীঘ্রই পরিস্কার করে বলছি।’’ এমন টুইটের পরেই জল্পনা, তাহলে কী অনুষ্কা মা হতে চলেছেন!
বিরাটের ব্যালকনি-ছবি শেয়ার করার পরে বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমে আবার বলা হয়েছে, দু’বছরের জন্য আন্ধেরিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ‘সেলিব্রিটি কাপল’! মাসিক ১৫ লক্ষ ভাড়ায় সেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য কয়েক কোটি টাকা খসাতে হয়েছে তারকা জুটিকে। দু’বছর পরেই নিজেদের বানানো ফ্ল্যাটে উঠে যাবেন দু’জনে। তাহলে কি আগত সন্তানের কথা ভেবেই এখন থেকেই ‘বাসা’র পরিকল্পনা!
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০