খবর ২৪ঘণ্টা ডেস্ক: সমাবেশের অনুমতি না পেলেও সিলেট যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি না পেয়ে ২৪ অক্টোবরের জন্য ফের আবেদন করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। শুক্রবার সন্ধ্যায় জোটের বৈঠক শেষে সিলেটে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
তিনি জানান, ঐক্যফ্রন্ট ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি রয়েছে। তাই ২৪ অক্টোবরের ফের আবেদন করা হয়েছে। ওইদিনও অনুমতি না পেলে মাজার জিয়ারত করবেন ঐক্যফ্রন্টের নেতারা। হয়রত শাহজালাল (রহ) ও শাহ পরানসহ এম এ জি ওসমানীর মাজার জিয়ারত করা হবে।
মন্টু জানান, আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এরপর সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন নেতারা। আমাদের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত অনেকেই ওই লিয়াজোঁ কমিটি আছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০