রাজশাহীর পুঠিয়ায় অনলাইন জুয়াড়ু রবিউল ইসলাম (১৮) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে পুঠিয়ার কার্তিক পাড়ার মুরগী বিক্রেতা মন্টু আলীর ছেলে।
রোববার (২৬ নভেম্বর) অসুস্থ হয়ে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রবিউলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, রবিউল মাঝে মধ্যে কার্তিক পাড়া বাজারে তার বাবার মুরগীর দোকানে রাত কাটাত। সে সুযোগে ওই বাজারে উঠাবসা করা কিছু যুবকের সাথে অনলাইন পদ্ধতিতে জুয়া খেলত।পরপর কয়েক দিন জুয়া খেলায় টাকা খোয়া যার তার। এতে মানষিক ভারসাম্যহীন হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় রবিউল।
রবিউলের বাবা জানান, রবিউল জুয়া খেলত খেলত এটা জানতেন না তিনি। তবে তার ছেলে কয়েক দিন থেকে অস্বাভাবিক আচরণ করত পরিবারের লোকজনের সাথে। সকাল নয়টার দিকে সে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে বাজার থেকে বাড়িতে আছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, শুনেছি এক যুবক জুয়া খেলায় হেরে গিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, রবিউল আত্মহত্যা করেছে। তার পরিবারের অনুরোধে তাকে দাফন করার জন্য বলা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০