ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক দুইটি আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
একটি আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) হিসেবে বদলি করা হয়েছ।
অপর একটি আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অপর অফিস আদেশে এ বদলি ঘোষণা করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০