সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৭ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

অডিটরের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার

R khan
মার্চ ৭, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কিশোরগঞ্জ কালেক্টরেটে ভূমি অধিগ্রহণের আত্মসাতকৃত পাঁচ কোটি টাকার মধ্যে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুদক।
মঙ্গলবার দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের অডিটরের বাড়িতে রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ টাকা উদ্ধার করে দুদক।

দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় সৈয়দুজ্জামানের বাড়িতে রাতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির টিনের চালার মাচা থেকে প্যাকেট করা অবস্থায় টাকাগুলো পাওয়া যায়। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, কালেক্টরেটে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গেলো ১৭ জানুয়ারি পিরোজপুর থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

পরে গেলো ২৯ জানুয়ারি সেতাফুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। পরে এরসঙ্গে জড়িত সন্দেহে জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর সৈয়দুজ্জামান ও পিয়ন দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।