খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: অটোয় যখন ৩ পুরুষ যাত্রী রয়েছে, তখন সেই অটোতে ওঠা উচিত হয়নি তরুণীর। চণ্ডীগড়ে গণধর্ষণ নিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি সাংসদ কিরণ খের।
অটোয় যখন ৩ জন পুরুষ রয়েছে, তখন সেখানে ওঠার বিষয়ে তরুণীর আরও সতর্ক হওয়া উচিত ছিল এমন মন্তব্য করে বিপাকে পড়লেন কিরণ খের। যদিও পরে সাফাই দিতে বিজেপি সাংসদ দাবি করেন, নিজেদের সুরক্ষা সম্পর্কে মেয়েরা যাতে আরও ওয়াকিবহাল হয়, তার জন্যই ওই মন্তব্য করেছেন। যদিও কিরণ খেরের ওই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
পাশাপাশি গণধর্ষিতা তরুণীর জন্য দুঃখপ্রকাশ করেছেন কিরণ খের। সেই সঙ্গে তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা বন্ধ করতে প্রত্যেক পরিবারের ছেলেদের ছোট থেকেই শিক্ষা দেওয়া উচিত।
গত ১৭ নভেম্বর সেক্টর ৩৭ থেকে স্টেনোগ্রাফির ক্লাস শেষ করে মোহালিতে ফিরছিলেন ওই তরুণী। রাত বেশি হওয়ায় ওই সময় তিনি কোনও বাস পাননি। মোহালিতে ফেরার জন্য বাধ্য হয়েই অটোয় ওঠেন তিনি। এরপরই নির্জন জায়গায় অটো নিয়ে গিয়ে, ওই ৩ জন অত্যাচার চালায় তরুণীর উপর।
খবর ২৪ ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০