সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা, চার্জার রিক্সার মালিক ও চালক লাইসেন্সের ছবি সম্বলিত কার্ড প্রদান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ বুধবার দুপুরে নগর ভবনে প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তর কক্ষে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ছবি সম্বলিত কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। যানজট নিরসন ও নগরীর চলাচলকারী ধীরগতির এ সকল যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ছবি সম্বলিত কার্ড প্রদান করা হচ্ছে। ছয় আসন বিশিষ্ট
অটোরিক্সা, তিন আসন বিশিষ্ট চার্জার রিক্সার মালিক ও চালক লাইসেন্সের ছবি সম্বলিত কার্ড প্রদান কার্যক্রমের ফলে আগামীতে রাজশাহী মহানগরীতে অনিবন্ধিত অটোরিক্সা ও চার্জার রিক্সা চলাচল বন্ধ হবে। একই সাথে ৬ আসন বিশিষ্ট অটোরিক্সা, তিন আসন বিশিষ্ট চার্জার রিক্সার মালিক ও চালক লাইসেন্সের হারিয়ে যাওয়া কার্ড পুনরায় প্রদান করা হচ্ছে। মোবাইলের অ্যাপসের মাধ্যমে ছবি সম্বলিত কার্ডটির যাবতীয় তথ্য জানা যাবে। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, উপ-যানবাহন পরিদর্শক সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০