আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের রাজনৈতিক সতীর্থরা এই প্রস্তাবকে ‘দারুণ’ এবং ‘যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
ছেলেবেলায় যারা ‘অবৈধভাবে’ আমেরিকায় প্রবেশ করেছেন, তাদের সুরক্ষার প্রস্তাব দিয়ে সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটরা।
হোয়াইট হাউজ থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই সমঝোতা প্রস্তাব উভয় পক্ষের মেনে নেওয়া উচিত।’
ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাট এবং হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের এই প্রস্তাবের পর বলেন, ‘অভিবাসীদের সাহায্য করতে এই প্রস্তাব খুব একটা সুবিধার নয়। তাই হাউজে এটি পাস হতে পারে না।’
ট্রাম্পের রাজনৈতিক সতীর্থরা এই প্রস্তাবকে ‘দারুণ’ এবং ‘যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫.৭ বিলিয়ন ডলার দাবি করছেন ট্রাম্প। কিন্তু বিরোধীদের কারণে সিনেটে সেটি পাস হচ্ছে না।
ট্রাম্প দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দের জন্য ২১ ডিসেম্বর সিনেটে প্রস্তাব তোলেন। বিলটি পর্যাপ্ত ভোট না পেয়ে প্রত্যাখ্যাত হয়। এরপরই ‘ক্ষিপ্ত’ ট্রাম্প বাজেট বিলে সই করতে অস্বীকৃতি জানালে সরকারি সেবা বন্ধ হয়ে যায়। এভাবে চলছে চার সপ্তাহ। দেশটির ইতিহাসে আগে কখনো এত দীর্ঘ অচলাবস্থা সৃষ্টি হয়নি।
১৫টি সরকারি বিভাগের নয়টিই বন্ধ রয়েছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন ও বিচার
বিভাগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
নাগরিকরা এসব মন্ত্রণালয়ের অধীনে কোনো সেবা গ্রহণ করতে পারছেন না। প্রায় ৮ লাখ আমেরিকানকে পারিশ্রমিক ছাড়া কাজ করে যেতে হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০