বিনোদন,ডেস্ক: বয়স ৫০ পেরিয়েছে। কিন্তু ভক্তদের কাছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের গ্রহণযোগ্যতা যেন বাড়ছেই। গত বছর তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন তিনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের চার ছবিই বক্স অফিসে পেরিয়েছিল একশো কোটির গণ্ডি। ফলে এবার পারিশ্রমিক নিয়ে কড়া পদক্ষেপ নিলেন অক্ষয় কুমার।
সম্প্রতি আগামী ছবির প্রস্তাব নিয়ে অক্ষয় কুমারের কাছে হাজির হয়েছিলেন জিরো ছবির পরিচালক আনন্দ রাই। সেই ছবি বক্স অফিসে সেভাবে ফল না করায় এবার নতুন চিত্রনাট্য সাজালেন পরিচালক। সেই ছবির প্রস্তাব নিয়েই তিনি হাজির হয়েছিলেন অক্ষয় কুমারের কাছে। ছবি করার জন্য অভিনেতা চেয়ে বসলেন ১২০ কোটি টাকা।শুনে হতবাক পরিচালক।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০