সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস দমনে ভারত-রাশিয়ার চুক্তি স্বাক্ষর

অনলাইন ভার্সন
নভেম্বর ২৭, ২০১৭ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: এবার ভারত- রাশিয়া যৌথ উদ্যোগে সন্ত্রাস ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করবে। এ নিয়ে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে দু’দেশ।
মস্কো সফরে গিয়ে দুই দেশের মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। জানা যায়, ভারতের নিরাপত্তার জন্য রাশিয়ার সঙ্গে এই চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

রাশিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ান ফেডারেশনের মিনিস্ট্রি অফ ইনটেরিওর মধ্যে এক বিশেষ চুক্তি হবে। এই চুক্তি অনুযায়ী, যেকোন ধরনের সন্ত্রাস বা অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে লড়াই করবে ভারত ও রাশিয়া। এর ফলে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে। একে অপরের সঙ্গে তথ্যের আদান-প্রদান করবে মস্কো ও নয়াদিল্লি। বিশেষত সন্ত্রাস দমনে আরো বেশি এগিয়ে যাবে ভারত। ভারতের মত দেশ যেখানে সন্ত্রাসের আতঙ্ক সর্বদাই থাকে, সেখানে নিরাপত্তার ক্ষেত্রে সব রকম সাহায্য করবে রাশিয়া। কলকাতা টুয়েন্টিফোর।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।