নওগাঁর মহাদেবপুরের সাংবাদিক আক্কাস আলী (৫৪) সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
আক্কাসের বড় ভাই আফজাল হোসেন জানান, সম্প্রতি সাংবাদিক আক্কাস পরিবারসহ রাজশাহী শহরে বসবাস করে আসছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য গত রোববার দুপুরে তিনি রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুর আসার পথে মান্দা উপজেলার জয়বাংলার মোড় নামক স্থানে পিছন দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলের চালক মারাত্মক আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আক্কাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী পাঠান। পরে নগরের লক্ষীপুর মোড়ে বসুন্ধরা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ডাক্তাররা জানান তার বাম পায়ের চার জায়গায় ও মাজার হাড় ভেঙ্গে গেছে। এছাড়া মাথা থেতলে গেছে ও বুকে গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বিকেলে এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার আহত সাংবাদিক আক্কাস সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে রাজশাহীতে সাংবাদিক আক্কাসকে দেখতে যান সংগঠনের সভাপতি বরুণ মজুমদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খোকন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য গোলাম রসুল বাবু, কিউ, এম, সাঈদ টিটো, আজাদুল ইসলাম আজাদ, কাজী সামছুজ্জোহা মিলন ও মাহবুব হোসেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০