নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে অতিথি বসাকে কেন্দ্র ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারিতে অন্তুত ৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এরমধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী
ও ভূক্তভোগীরা জানায়, দুপুরে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকির অনুসারী ও
স্পোর্টস সায়েন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লিমন হোসেন তার দুই
বান্ধবীকে নিয়ে হলের গেস্ট রুমে আসেন। এসময় সেখানে ছাত্রলীগ সাধারণ সম্পাদক
ফয়সাল আহমেদ রুনুর অনুসারী ও সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী
কামরুল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে বসে ছিলেন। এসময় লিমন তাকে গেস্ট রুমে
জায়গা করে দিতে বললে কামরুল ক্ষিপ্ত হয়ে রূঢ়ভাবে আচরণ করেন।
পরে লিমন তার কয়েকজন বন্ধুকে ডেকে কামরুলের কক্ষে গিয়ে তালাবদ্ধ দেখতে
পেয়ে জানালা ভাঙচুর করে। এরপরে হল সংলগ্ন রাস্তায় দুই পক্ষ মুখোমুখি হলে
সংঘর্ষ বাঁধে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে একরাম হোসেন রিয়ন,
মারুফ পারভেজ, জসিম, লিমন, সোহেল। বিষয়টি নিয়ে হল প্রাধ্যক্ষ, প্রক্টোরিয়াল
বডি এবং রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা মাদারবখশ হলে আলোচনায় বসেছেন।
রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, বহিরাগতদের নিয়ে এসে আমাদের ছেলেদের মারধর করেছে সাকিবুল হাসান বাকি। ওরা ছাত্রলীগের মিছিল মিটিংয়ে আসেনা, শুধু ঝামেলা করে। তিনি বলেন, ঘটনার পর আমরা গিয়ে সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেছি। প্রাধ্যক্ষ স্যার ও প্রক্টরিয়াল বডি বিষয়টি দেখছেন।
নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, অতিথি বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে অন্তত ৫ জন আহত হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০