এবার যেন শীত বিদায় নিতে চাইছে না। বসন্তের প্রথম মাস ফাল্গুনের পাঁচ দিন হয়ে গেলেও গ্রামাঞ্চলে এখনো লেপ গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। রাতে শীতের অনুভূতি আছে রাজধানীতেও। এরমধ্যেই আরেক দফা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। আগামী দু-তিনদিনের মধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টি হওয়া পর্যন্ত শীত কমার ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনো তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টা বা তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম আছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। রাতে শীত থাকলেও রাজধানীসহ বিভিন্ন স্থানে দিনের বেলা গরম লাগছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো বক্সবাজারের টেকনাফে, ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০