নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বউ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা পুলিশের টহল গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। আটককৃতদের নাম পাওয়া যায়নি।
জানা গেছে, নগরীর শিরোইল কলোনি বউ বাজার এলাকার মাদক ব্যবসায়ী ধলা সহ অন্যান্যরা মারামারি করছিল। খবর পেয়ে নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে গেলে তারা গাড়ী ভাংচুর করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে ধলা সহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালাতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমানুল্লাহ বলেন, পুলিশ তাদের মারামারি থামাতে গিয়েছিল। তারা গাড়ী ভাংচুর করেছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে