নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারা থেকে চুরি হয়ে যাওয়া ১৬টি সিপিইউ ও ১৬টি মনিটরসহ আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। ১৪ জুলাই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের বাগমারা থেকে আটক করে। আটককৃতরা হলো, শাহিন আলম (২৫) ও শাহ আলম (২৭)। বোয়ালিয়া থানা পুলিশ জানায়, রাজশাহীর
বোয়ালিয়া থানাধীন নিউমার্কেটের চাঁন শপিং কমপ্লেক্স থেকে ১২ জুলাই মনিটর ও সিপিইউ চুরি হয়েছিল। এর প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাগমারায় অভিযান চালিয়ে শাহিন আলম ও শাহ আলমকে ৩২ টি সিপিইউ ও মনিটরসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ ৯৬ হাজার টাকা। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০