রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় শুক্রবার (৮ জুন) সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার অধিক দাবি করেছেন বসতঘর মালিকরা। উপজেলা শহরের পশ্চিম বাজার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, আলীকদম সেনাবাহিনীর উপ-অধিনায়ক আবদুল কাদের, নির্বাহী অফিসার মো. নাজিমুল ইসলাম হায়দার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান ফোগ্য মার্মা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্র জানায়, আলীকদম উপজেলা শহরের পশ্চিম বাজার পাড়ার একটি বসতঘরে রক্ষিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১৭টি কাঁচা ও
আধা পাকা বসতঘর পুড়ে যায়।
স্থানীয় মো. হোসেন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ১৭টি বসতঘর পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতির সত্যতা নিশ্চিত করে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন জানান, ক্ষতিগ্রস্থদের পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০