বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় শিবির সমর্থিত কলেজ পড়–য়া এক ছাত্রের বিরুদ্ধে স্কুল পড়–য়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম মাকতুম হাসান । সে রাজশাহী পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট এর ছাত্র বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব গ্রামে। এ ঘটনায় ৯ দিন আগে ছাত্রীর মা উলকা বেগম বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ৪ জুলাই ওই ছাত্রের বাবা-মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। কিন্তু তাদেরকে এখনো উদ্ধার করা যায়নি। এমনকি মামলাও রেকর্ড করা হয়নি।
জানা গেছে, ১ জুলাই অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে এসে তাকে অপহরণ করা হয়েছে বলে এ অভিযোগ করেছেন ছাত্রীর মা-বাবা। ওই ছাত্রীর বাড়ি একই গ্রামে বলে জানা গেছে। ছাত্রের পরিবারের দাবি,প্রেমের সম্পর্কে তারা নিখোঁজ রয়েছে। বাবা সুরুজ আলী জানান, পরিবারের পক্ষ থেকেও তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, এ ঘটনার পর র্যাব ও পুলিশের পক্ষ থেকে মাকতুমের বাবা-মা’র সাথে কথা বলেছেন। তাদের উদ্ধারের জন্য জামায়াতের দলীয় নেতাদের সাথেও কথা বলা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। তবে ২/১ দিনের মধ্যে তাদের পাওয়া না গেলে আইনগত ব্যবস্থায় মামলা রেকর্ড করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০