খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় বাংলা বিষয়ের মানবণ্টন নির্ধারণ করা হয়েছে। এবার বাংলা ১ম ও দ্বিতীয় পত্রে আলাদা আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দুটি বিষয়কে এক করে মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলা বিষয়ে দেখা গেছে, সৃজনশীল ও রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহু নির্বাচনী অংশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে। এর মধ্যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর থাকবে।
যেভাবে হবে বাংলার প্রশ্ন:
বাংলায় গদ্য অংশ থেকে ৩টি ও কবিতা থেকে ৩টি করে মোট ৬টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এরমধ্যে গদ্য ও কবিতা অংশ থেকে ২টি করে মোট ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে ৪০।
এছাড়া সারাংশ, সারমর্ম এবং অনুধাবন পরীক্ষণ থেকে ২টি প্রশ্ন থাকবে, যে কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে; এর জন্য ৫ নম্বর ধরা হয়েছে। ভাব-সম্প্রসারণ এবং অনুচ্ছেদ থেকে ২টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যার নম্বর থাকবে ৫।
অপরদিকে ৩টি বিষয়ের মধ্যে যেকোনো ১টি বিষয়ের প্রবন্ধ রচনা লিখতে হবে, এর জন্য ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। বহু নির্বাচনী প্রশ্নে গদ্য অংশ থেকে ৮টি, কবিতা থেকে ৮টি এবং ব্যাকরণ থেকে ১৪টি মোট ৩০ বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা জেএসসি-জেডিসি পরীক্ষার নতুন মানবণ্টন তৈরি করে দিয়েছি। এনসিসিসির সভায় সেটি অনুমোদন দেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ