খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আব্দুল মোতালেব (৫২) নামে ভারতগামী এক যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি সোনা বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা। যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এসময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয়।
শুক্রবার এ ঘটনা ঘটে। আটক মোতালেব গাজীপুর জেলার টঙ্গী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, জয়নগর, দর্শনা চেকপোস্ট দিয়ে সোনার বার ভারতে চালান করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি দল শুক্রবার সকাল থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান নেয়। পরে সন্দেহ হলে ভারতগামী বাংলাদেশি নাগরিক আব্দুল মোতালেবকে আটক করে কাস্টমস অফিসে আনা হয়। পেশায় কসমেটিক্স ব্যবসায়ী পরিচয় দেয়া এ ব্যক্তি গত এক বছরে ১৫ বার ভারতে গিয়েছেন এবং প্রতি বার ১ দিনের মধ্যেই ফেরত এসেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০