চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়ায় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত ফাহিমা বেগম, শিবগঞ্জ উপজেলার রসিকনগরের মাসুদ রানার স্ত্রী।
সদর থানার ওসি সাবের রেজা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের দিকে যাওয়া আরপি পরিবহনের একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন ফাহিমা বেগম। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে আটক করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ