খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বাস চাপায় সুফিয়া বেগম (৮১) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া টঙ্গীর এরশাদ নগর এলাকার জয়নাল মিয়ার স্ত্রী।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে জানান, টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস সুফিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০