নিজস্ব প্রতিবেদক :
ক্লাস-পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে পুরনো কারিকুলাম বহালসহ চার দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে বিক্ষোভটি মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে কলেজে কলেজে গিয়ে বিক্ষোভটি শেষ হয়। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ
মিছিলে অংশ নেন। বিক্ষোভ কর্মসূচী থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পুরোনো কারিকুলাম বহাল, পেশাগত ক্যাডার সার্ভিস চালু, ইন্টার্ন ভাতা ৬ থেকে ২০ হাজার টাকায় উন্নীত ও নার্সিং কলেজগুলোকে পূর্ণাঙ্গ করা। বিক্ষোভ মিছিলে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০