খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। রোববার রাতে ইংল্যান্ডের লিভারপুলের এনফিল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নেয় নেইমার-মার্সেলোরা।
এদিন ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়য়ার্ধে নেইমারকে মাঠে নামান ব্রাজিলের কোচ তিতে। এরপরই গোলের দেখা পায় ব্রাজিল। অর্থৎ ৬৮ মিনিটে মাঠে নেমেই গোল করেন ব্রজিলের এই সেরা তারকা।
৬৮ মিনিটে কৌতিনহোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর দুইজন খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ গোল করেন নেইমার। ম্যাচে প্রথমবারের মত এগিয়ে যায় ব্রাজিল। জাতীয় দলের জার্সি গায়ে এটি তার ৫৪তম গোল।
গা গরমের এই ম্যাচে বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কোন দলই আর গোলের দেখা পাচ্ছিল না। ঘরের মাঠে গোলবিহীন থাকবেন লিভারপুল তারকা ফিরমিনো ভাগ্যদেবী সেটাও বোধহয় চাননি। তাইতো ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করে দলকে ২-০ গোলের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এই হারের সুবাদে ব্রাজিলের সঙ্গে পাঁচবারের দেখায় জয়হীন থাকতে হলো মদ্রিচ-রাকিতিচদের।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০