খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বড় ধরনের লোকসানের মুখে ক্রিকেট বোর্ডগুলো। ভাইরাস বিদায় নেয়ার আগেই তাই মাঠে খেলা গড়ানোর কথা ভাবতে বাধ্য হচ্ছে তারা। তবে বললেই তো হবে না, অনেক কিছুই মাথায় রাখতে হবে।
যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি এখনও ভয়াবহ। ৩০ হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাসে। আক্রান্ত ছাড়িয়েছে দুই লাখ।
এই পরিস্থিতিতে আগামী ১ জুলাই পর্যন্ত সব ধরনের খেলাধুলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। তবে ভাইরাসের প্রতিষেধক এ বছর আবিষ্কার হবে বলে আশা দেখা যাচ্ছে না।
সেক্ষেত্রে প্রকোপ কিছুটা কমে গেলেই মাঠে নামতে চাইবে দলগুলো। প্রয়োজনে সাধারণ নিয়ম কানুনে পরিবর্তন আনা হবে। ক্রিকেটে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে বল নিয়ে। ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বলে থুতু লাগানোর অভ্যাসে হয়তো পরিবর্তন আনতেই হবে। কেউ কেউ বল টেম্পারিংকে বৈধতা দেয়া বা ওজন বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন।
কিন্তু টেস্টের মতো ঐতিহ্যবাহী ফরমেটে বড় কোনো পরিবর্তন আনলে সেটা ইতিবাচক হবে বলে মনে করছেন না জো রুট। বরং ইংলিশ টেস্ট অধিনায়ক পরিষ্কার ভাষায়ই বলে দিলেন, ‘যদি খেলাটায় (মানের ব্যাপারে) ছাড় দিতে হয়, তবে সেটা বরং না হলেই ভালো।’
স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাতকারে রুট আরও বলেন, ‘এই খেলাটার একটা নিজস্বতা আছে। খেলার মধ্যে উদ্যম থাকতে হয়। যদি সেরাটা দিয়ে টেস্ট ক্রিকেট খেলা না যায়, তবে আমাদের খেলাই উচিত নয়। এতে তো খেলাটার আসল চেহারা ফুটে উঠবে না।’
খবর২৪ঘন্টা/নই