খবর২৪ঘণ্টা ডেস্ক: 'দেশে প্রতিনিয়ত সড়কে মৃত্যুর মিছিল চলছে। আর সরকার বলছে দেখে শুনে সড়কে চলাচল করা উচিত। এতো বড় নির্লজ্জ সরকার বাংলাদেশের ইতিহাসে আর কখনও আসেনি।'
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণসংস্কৃতি দল আয়োজিত এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন।
মান্না বলেন, 'কিছুদিন আগে মাদক নির্মূলের নামে ১৭৬ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে সরকার ভিন্ন ধরনের খেলা খেলছে। এই খেলা বন্ধ করতে হবে।
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আবদুর রব বলেন, 'গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে জনগণকে আটকে রেখে আস্তে আস্তে সিল মারা হয়েছে। ডাবল ব্যালট পেপার ছাপায়ে আগের দিন রাতেই সিল মেরে বাক্স ভর্তি করা হয়। পুলিশ বাহিনীকে দিয়েও সেই সিল মারানো হয়। আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই পুলিশ দিয়ে সিল মারার কথা।'
আবদুর রব আরও বলেন, 'নির্বাচনের আগের রাতে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালায়। ভয়ে কেউ নির্বাচনের আশ পাশ দিয়ে যেতে পারে না। নীরবে ভোট ডাকাতি হয় এদেশে। এই সরকার জনসভা, নাগরিক সমাবেশ, মিছিল করতে দেয় না। তাদের ভয় কিসে?'
রব বলেন, 'তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন নিয়ে রাজনীতি চলছে। একটা কথা মনে রাখবেন খালেদা জিয়া আজীবন জেলে থাকবেন না। এক সময় বেরিয়ে আসবেন। ওই জায়গায় আপনাদের যেতে হবে। কোটা সংস্কারকারীদের সঙ্গেও আপনারা বর্বর আচরণ করছেন। তারা চাইলো সংস্কার, আর আপনারা বাতিল করে দিলেন। যা ইচ্ছা তাই আপনারা করতে পারেন না। জনগণকে এর জবাব দিতে হবে আপনাদের। যা ইচ্ছা তাই আপনাদের করতে দেওয়া হবে না। মানুষের দাবি আমরা আদায় করে ছাড়বো। দাবি আমাদের মানতে হবেই।'
এ সময় আরও উপস্থিত ছিলেন-গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ অন্য নেতারা।আমাদের সময়
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০