ঢাকাশনিবার , ২২ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু মেডিকেলে সব ধরনের সুযোগ থাকলে মন্ত্রীরা বাইরে যান কেন: রিজভী

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ২২, ২০১৮ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,কম: খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা প্রয়োজন তা বিএসএমএমইউতে নেই। এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, এখানে সবধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। সুযোগ থাকলে রাষ্ট্রপতি-মন্ত্রীরা, নেতারা কেন বিদেশে গিয়ে চিকিৎসা করান।
আজ শনিবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতির দিকে ঠেলে দিতেই সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। তার সুচিকিৎসার দাবি জানানো সত্ত্বেও আরো জুলুম করবে বলেই তার চিকিৎসার করা হচ্ছে না।
রিজভী বলেন, আওয়ামী লীগের ট্রেনপথের নির্বাচনী প্রচারণা যেমন ব্যর্থ হয়েছে তেমনি সড়ক পথের নির্বাচনী প্রচারণাও ব্যর্থ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ সরকার ছাড়া যেভাবে নির্বাচনের কথা ভাবছে তাও ব্যর্থ হবে।

তিনি বলেন, তারেক রহমানকে ফাঁসানোর জন্যই নিজেদের দলীয় ব্যক্তিকে অবসর থেকে ডেকে এনে ব্যবহার করেছে সরকার।

খবর২৪ঘণ্টা,কম/জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।