ঢাকাবৃহস্পতিবার , ১৬ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ভেরিফায়েড হলো মোস্তাফা জব্বারের ফেসবুক অ্যাকাউন্ট

অনলাইন ভার্সন
আগস্ট ১৬, ২০১৮ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড হলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের অ্যাকাউন্ট।

বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে তার নামের পাশে নীল টিক চিহ্ন দিয়ে ভেরিফায়েড হিসেবে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন মোস্তাফা জব্বার। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ধন্যবাদ ফেসবুক। আমার ফেসবুক আইডিটা ভেরিফাই করার জন্য।’

মোস্তাফা জব্বারের ওই অ্যাকাউন্টে বর্তমানে ৬৬ হাজার ফলোয়ার রয়েছেন।

মোস্তাফা জব্বার ২০১৮ সালের ২ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিজয় কিবোর্ড ও সফটওয়্যারের জনক।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।