ঢাকাবৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

‘সেনাপ্রধানের নামে ফেক আইডি খুলে প্রচারণা চালানো হচ্ছে’

অনলাইন ভার্সন
জানুয়ারি ১০, ২০১৯ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার বা পরিচালনা করছেন না। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনাপ্রধানের নামে ফেক ফেসবুক একাউন্ট খুলে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করছে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেনেন্ট কর্নেল আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে “ফেসবুক অ্যাকাউন্ট” খুলে “বিভিন্ন মিথ্যা তথ্য”আপলোড করছে। একই সঙ্গে ওই আইডি থেকে “ফ্রেন্ড রিকোয়েস্ট”পাঠাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে সকলকে সতর্ক হতে অনুরোধ করা হলো।

খবর২৪ঘণ্টা, জেএন

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।